SEO Expert In Bangladesh | Raqibul Mia

Best CPA Marketing Site For Bangladesh

আমরা অনেকে ই যখন বাংলাদেশ থেকে সিপিএ মার্কেইটং শুরু করতে চাই. আমাদের প্রথম সমস্যা হয় যে ভালো কোনো নেটওয়ার্ক এ একাউন্ট পেতে. কারণ বাংলাদেশ থেকে অনেক CPA Network ই একাউন্ট দেয় না. এখন আমি এই পোস্ট এ Best CPA Marketing Site For Bangladesh সম্পর্কে বলবো যেখানে আপনি একজন বাংলাদেশী হিসাবে খুব সহজে একাউন্ট পেতে পারেন.

[lwptoc width=”full” backgroundColor=”#e8e8e8″ borderColor=”#84d64a”]

একাউন্ট করার আগে যা করতে হবে

অনেকে ই একাউন্ট করার সময় কিছু না ভেবে ই ইচ্ছা মতো একটা নাম দিয়ে এবং ঠিকানা দিয়ে একাউন্ট করে ফেলেন. এবং যে পাসওয়ার্ড দেন তা কোথাও নোট করে রাখেন না আবার কোন মেইল দিয়ে একাউন্ট করতেছেন তা ও নোট রাখেন না. কিন্তু অনেক নেটওয়ার্ক ই একটা সময় গিয়ে আপনার ঠিকানা ও নাম ভেরিফিকেশন করবে. আপনি যদি আপনার প্রকৃত ঠিকানা এবং নাম ব্যবহার না করে একাউন্ট করে থাকেন, তখন আপনার একাউন্ট টি হয়তো বাতিল করে দেওয়া হবে.

Best CPA Marketing Site For Bangladesh
Best CPA Marketing Site For Bangladesh

তাই একাউন্ট করার সময় অবশ্যই সবাই আপনাদের ন্যাশনাল আইডি কার্ড ই যে নাম ও ঠিকানা আছে বা থাকবে ওই নাম ও ঠিকানা ব্যবহার করবেন. এবং এমন একটা মেইল ব্যবহার করবেন যা আপনি সহজে মনে রাখতে পারবেন. এবং একাউন্ট করার সময় যে তথ্য দিয়ে একাউন্ট করবেন তা অবশ্যই কোথাও স্টোর করে রাখবেন.

[su_highlight]সিপিএ মার্কেটিং কি:[/su_highlight] : what is cpa marketing in bangla

Best CPA Marketing Site For Bangladesh

এইখানে আমি এমন কিছু নেটওয়ার্ক সম্পর্কে বলতে যাইতেছি যেখান আপনি চাইলে ই একাউন্ট করে কাজ শুরু করতে পারেন. তবে আমি কোনো অ্যাডাল্ট নেটওয়ার্ক সম্পর্কে কোনো কিছু দিচ্ছি না. কারণ আমি অ্যাডাল্ট সিপিএ নিয়ে তেমন কিছু জানি না

Affmine – Affiliate Marketing Network

Affmine CPA Network টি অনেক আগে থেকে মার্কেট এ থাকলে ও এরা নতুন কনটেন্ট লকিং সিস্টেম নিয়ে আসলে বাংলাদেশ এ খুব পরিচিতি পায়. আপনি চাইলে এইখানে একাউন্ট করে কাজ করতে পারেন এরা নতুনদের কে এবং বাংলাদেশ থেকে একাউন্ট দেয়. এরা ৫০ ডলার হলে পেমেন্ট করে এবং পায়োনির বা পেপাল দিয়ে আপনি টাকা তুলতে পারবেন, প্রথম দিকে প্রতি মাসে পেমেন্ট করলে ও আপনি ম্যানেজার কে বলে প্রতি সপ্তাহে বা ১৫ দিন পর পর পেমেন্ট নিতে পারবেন.  কিভাবে একাউন্ট করবেন দেখতে আমার এই ভিডিও টি দেখতে পারেন[su_youtube_advanced url=”https://www.youtube.com/watch?v=dJ31yAyLQJU” controls=”no” autohide=”yes” loop=”yes”]

CPAGrip – Content Locking & Incentive Affiliate Network

নতুনদের জন্য অনেক সুন্দর একটা নেটওয়ার্ক হলো Cpagrip এইখানে যে কেউ একাউন্ট করে কাজ শুরু করতে পারেন. Cpagrip এর সর্বনিম্ম পে-আউট ৫০ ডলার. বাংলাদেশ থেকে পায়োনির বা পেপাল দিয়ে আপনি টাকা তুলতে পারবেন. এইখানে আপনি কনটেন্ট লকিং বা সাধারণ অফার পাবেন.

CPAlead App Install Network

অনেক পুরানো একটা নেটওয়ার্ক যেকেউ চাইলে এ একাউন্ট করে কাজ শুরু করতে পারে. তেমন কোনো একাউন্ট করার ঝামেলা নাই. সর্বোনিন্ম ২০ ডলার হলে এ পেমেন্ট নিতে পারবেন. তবে এদের অফার পাওয়াটা টা অনেক অনেক কম.

OGAds Content Locking Network

যারা কনটেন্ট লকিং এ কাজ করতে চান এবং কিছু অভিজ্ঞতা আছে অলরেডি কিছু ইনকাম করে ফেলছেন. তাইলে আপনি OGads এ চেষ্টা করতে পারেন. কনটেন্ট লকিং এ বেস্ট একটা নেটওয়ার্ক এইখানে কোনো নরমাল অফার পাবেন না. এটা বাংলাদেশ থেকে একাউন্ট দেয় তবে একাউন্ট পাওয়া একটু কষ্ট.

Namecheap Dollar Load From Bangladesh: নেমচিপ এ ডলার লোড করুন

কাজ শুরু করার আগে

আমাদের কে কিছু বিষয়ে আগে থেকে ই প্রস্তুতি নিতে হবে.সবার প্রথম যে কাজ টা করতে হবে তা হলো আমাদের কে আমাদের ট্রাফিক সোর্স বা আমরা যেন আমাদের ল্যান্ডিং পেজ ই ভিসিটর পেতে পারি সেই বেবস্থা করে রাখতে হবে. একাউন্ট পাওয়ার পর যাতে দ্রুত আজ শুরু করতে পারি তাই আমাদের ল্যান্ডিং পেজ রেডি করে রাখতে হবে.

যে কাজ করা উচিত নয়

আমরা অনেকে শখের বসে অনেক গুলা নেটওর্য়াক ই একাউন্ট করি কিন্তু একাউন্ট পাওয়ার পর কাজ করি না. যা একেবারে ই করা উচিত না. এতে পরবর্তী তে যারা আসলে ই কাজ করতে চায় তাদের একাউন্ট পেতে কষ্ট হবে নেটওয়ার্ক গুলা এত সহজে আর একাউন্ট দেবে না হয়তো. আর কখনো ই ফেক কিছু করা যাবে না অনেকে ই নতুন অবস্থায় VPN বা অন্য কোনো ভাবে চেষ্টা করে যা মোতে ও উচিত না. আপনার একটা বিষয় বোঝা উচিত এরা ও ব্যবসা করে আপনার এই ফেক এরা খুব সহজে দরে ফেলতে পারে এবং আপনার একাউন্ট সাসপেন্ড করে দিবে.

পরিশেষে যা বলবো

আমি যে নেটওয়ার্ক গুলার কথা বলছি হয়তো এর থেকে ও ভালো নেটওয়ার্ক আছে যা হয়তো আমি জানি না বা আমার কাজ করা হয় নাই.আবার অনেক নতুন নেটওয়ার্ক আসতে পারে বা এদের সার্ভিস ই পরিবর্তন হতে পারে. তাই আপনি যেখানে ই কাজ করেন ওই নেটওয়ার্ক সম্পর্কে জেনে তারপর কাজ শুরু করবেন.

আর কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন. বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে আমার ইউটুব চ্যানেল টি গুড়ে আসতে পারেন ধন্যবাদ

আমাদের ইউটিউব চ্যানেল : Raqib4you