আজকাল অনলাইন মার্কেটিং এর যে বিষয়টা নতুনদের ভিতর সবথেকে বেশি আগ্রহ দেখা যায় সেটা হলো CPA Marketing এই পোস্ট এ আমি cpa marketing কি,সিপিএ মার্কেটিং কৌশল, সিপিএ মার্কেটিং করতে কি কি লাগে CPA মার্কেটিং কিভাবে শুরু করতে পারি সকল বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি পোস্ট টি সম্পূন পড়বেন.
সবার আগে যে বিষয় টি আলোচনা করবো সেটা হলো
[lwptoc depth=”4″ borderColor=”#81d742″]
সিপিএ মার্কেটিং কি
সিপিএ বলতে বা cpa marketing meaning কে অনেকে অনেক ভাবে বলে থাকে তবে তার ভিতর যে ২ টি সবথেকে প্রচলিত তা হলো cpa cost per action এবং cost per acquisition তবে পূর্ণরূপ যা এ হোক না কেন মূল বিষয়টা আসলে এক ই. সহজ ভাবে বললে CPA বলতে কোনো শর্ত পুরাণ করার মাদ্ধমে টাকা পাওয়া কে বোঝায়
আমি যদি আরো সহজ ভাবে বলি তাহলে মনে করুন আপনি ও আপনার বন্ধু আমার কাছে কাজের জন্য আসছেন তো আমি আপনাদের ২ জনকে কাজ দিলাম যে আপনারা আমার ভিডিও ফেইসবুক এর মাদ্ধমে প্রচার করো এবং আমাকে ১০০ ভিউ এনে দাও. এখন আপনি আমার ভিডিওটি আপনার ফেইসবুক এ শেয়ার দিলেন এবং আপনার বন্ধুরা দেখলো ১০০ ভিউ হলো আমি আপনাকে পেমেন্ট করে দেব. কিন্তু আপনার বন্ধু আমার ভিডিওটি নিয়ে সে নিজে দেখলো তার টুইটার এ শেয়ার দিলো মেইল এ সবাইকে লিংক দিলো এবং আরো অনেক ভাবে যে ৬-৭ ঘন্টা কাজ করল এবং সে ৩০০ ভিউ আনলো কিন্তু আমি তাকে পেমেন্ট করবো না!
তো এখন cpa marketing কি আমি সেটা বুঝাচ্ছি সিপিএ মার্কেটিং হলো নির্দিষ্ট শর্ত পূরণের মাদ্ধমে টাকা ইনকাম করা. আপনি আমার যে শর্ত ছিল ফেইসবুক এর মাদ্ধমে ২০০ ভিউস দিতে হবে আপনি এক শেয়ার এ সেটা পূরণ করতে পারছেন আপনার সময় লেগেছে ২ মিনিট কিন্তু যেহেতু আপনি আমার শর্ত পূরণ করতে পেরেছেন তো আমি আপনাকে পে করবো. অপরদিকে আপনার বন্ধু অনেক কাজ করে অনেক সময় দিয়ে আমার শর্ত মতো ভিউ এনেছে ঠিকই কিন্তু আমার আর একটা শর্ত ফেইসবুক এর মাদ্ধমে আন্তে হবে সেটা পূরণ করে নাই তাই ফলাফল শুন্য কারণ যে আমার ২ তা শর্ত পূরণে ব্যার্থ হয়েছে. তো আশা করি আপনি এখন বুঝতে পেরেছেন what is cpa Marketing বা সিপিএ মার্কেটিং কি এর পর ও কোনো কিছু জানার থাকলে দোয়া করে কমেন্ট করবেন
সিপিএ মার্কেটিং এ সাধারণত কোন ধরণের কাজ করতে হয় ?
আপনারা হয়তো বুঝে গেছেন সিপিএ মার্কেটিং কি তো এখন আসুন জেনে নেই cpa Marketing এ কোন ধরণের অফার বা শর্ত বেশি থাকে সিপিএ তে সাধারণত ছোট ছোট অফার গুলো বেশি থাকে যেমন ইমেইল সাবমিট , app ডাউনলোড, জিপ কোড সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট, সার্ভে করা, app ডাউনলোড এর পর রেজিস্ট্রেশন করা, এছাড়া আরো এইরকম ছোট ছোট অফার থাকে এরবাইরে মাঝে মাঝে প্রোডাক্ট সেল বন্ড শুধু ক্লিক এমন অফার ও দেখা যায়
অফার এর ধরণ অনুসারে সিপিএ মার্কেটিং অফার গুলোকে বিভিন্ন ভাবে বলা যায় যেমন CPL ,CPC ,CPI CPE CPA, CPS Revenue share CC submit এছাড়া আরো কিছু ধরণের অফার আছে তবে এইগুলো এ বেশি দেখা যায় আসুন এইগুলা নিয়ে একটু বিস্তারিত জানি
CPL = কস্ট পার লিড এটার মানে হলো আপনার ভিসিটর যখন তার নির্দিষ্ট কোনো ইনফরমেশন সাবমিট করবে তখন আপনি টাকা পাবেন যেমন যে অফার গুলোতে ইমেইল সাবমিট করতে বলে সেইগুলা CPL অফার আবার যেইগুলায় zip সাবমিট করতে বলে বা ফোন নম্বর সাবমিট করতে বলে ঐগুলাকে CPL অফার বলে CPL অফার গুলোতে ২ ধরণের শর্ত থাকে একটা হলো SOI বা সিঙ্গেল পেজ সাবমিট এবং DOI বা ডাবল পেজ সাবমিট SOI অফার গুলো তে শুধু অফার এর প্রথম পেজ এ মেইল, জিপ বা ইনফরমেশন দিলে এ হবে আর DOI হলো ফার্স্ট পেজ সাবমিট এর পর আপনার মেইল বা ফোন এ লিংক আসবে এবং ওই লিংক এ ক্লিক করলে এ হবে বা ক্লিক করে আরো একটা কাজ করতে হবে
CPC = এই অফার গুলোতে শুধু অফার এ ক্লিক করলে এ হয় মানে হলো আপনার ভিসিটর অফার এ ক্লিক করলে ই হবে
CPI = কস্ট পার ইন্স্টল্ বুঝতে এ পারছেন App ডাউনলড এর অফার গুলোকে CPI বলে
Survey = এই অফার গুলোতে মূলত সার্ভে করতে হয়
CPE = সাধারণত CPI এর পরবর্তী ধাপ পর্যন্ত করতে হয় মানে ভিসিটর কে app টি ডাউনলোড এর পর নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে যেমন রেজিস্ট্রেশন করতে হতে পারে, আবার কিচু সময় এর জন্য বেবহার করতে হতে পারে
CPA = এই অফার এর শর্ত গুলো একটু বড় হয় যেমন কোনো ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করে ওই মেইল কন্ফার্ম করতে হবে সাথে আরো কিছু
CC submit = এই অফার গুলোতে সাধারণত ভিসিটর দেড় ক্রেডিট কার্ড সাবমিট করলে এ হয় মানে কেনার আগের ধাপ যেমন মনে করেন অফার এ থাকলো যে আপনি ফ্রি গিফট কার্ড পাবেন কিন্তু আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন দিতে হবে
CPS = কস্ট পার সেল এই অফার গুলো হলো কিচু সেল করতে হবে তবে এটা এফিলিয়েট এর মতো না মানে কিছু পার্থক্য আছে যা নিচে আলোচনা করবো
Revenue share = CPS আর এই ওফার তা সেইম কিন্তু cps এ আপনি নির্দিষ্ট কমিশন পাবেন আর এইখানে আপনি একটা % কমিশন পাবেন এই অফার গুলো মূলত যে প্রোডাক্ট এর ভিন্ন ভিন্ন দাম আছে এমন প্রোডাক্ট এর ক্ষেত্রে হয়
প্রমোশন এর দিক দিয়ে CPA মার্কেটিং আবার ২ ধরণের হয়ে থাকে ১.নরমাল CPA মানে আপনি অফার নিবেন এবং শর্ত অনুসারে প্রমোট করবেন ২. কনটেন্ট লকার সিপিএ মানে আপনার যেকোনো কনটেন্ট আপনি অফার দিয়ে লক করে দিবেন বিষয়টা হলো আপনি যেকোনো কিছু লক করে দিবেন আপনার ভিসিটর দের ওই কনটেন্ট টা পেতে হলে অফার পূরণ করতে হবে তারপর পাবে
সিপিএ মার্কেটিং করতে কি কি লাগে
সাধারণত অনলাইন এ মার্কেটিং করতে যা যা লাগে সিপিএ করতে সেই সকল জিনিস গুলো এ লাগে তবে আমি যদি সিপিএ মার্কেটিং করতে কি কি লাগে বলতে যাই তবে আমি যা যা লাগে বলে মনে করি তা হলো
সিপিএ নেটওর্য়াক একাউন্ট = আপনাকে যে কোনো একটা সিপিএ নেটওর্য়াক এ একাউন্ট লাগবে এখন যদি না জানেন সিপিএ নেটওয়ার্ক কি তবে জেনে নিন সিপিএ নেটওয়ার্ক হলো যেখানে সিপিএ অফার গুলো লিস্টিং করা থাকে আপনি যেখান থেকে অফার নিবেন এবং যাদের থেকে পেমেন্ট নিবেন
ল্যান্ডিং পেজ = আপনি আপনার ভিসিটর কে সরাসরি অফার লিংক এ পাঠাবেন না বা পাঠাতে পারবেন না বা সরাসরি লিংক এ পাঠালে ভালো ফলাফল আসে না যেটা এ বলি না কেন তার জন্য ল্যান্ডিং পেজ লাগবে. মানে হলো আপনার ভিসিটর অফার এ যাওয়ার আগে আপনার যে ওয়েব পেজ এ আসবে ঐটাকে ল্যান্ডিং পেজ বলে এবং সিপিএ করতে এটা আপনার লাগবে
ডোমেইন এন্ড হোস্টিং = ল্যান্ডিং পেজ হোস্ট করতে ডোমেইন এন্ড হোস্টিং লাগবে তবে আপনি ফ্রি তে ও ব্লগার বা অন্য সার্ভিস বেবহার করে প্রথম দিকে করতে পারেন তবে হ্যা ভালো ফলাফল এর জন্য ডোমেইন হোস্টিং কিনে নিবেন| ডোমেইন হোস্টিং কিনতে | আপনার যদি কার্ড না থাকে তবে আমাদের হেল্প নিতে পারেন আমাদের হেল্প নিতে skype = live:raqibulmia121_1 বা ফেসবুক এ যোগাযোগ করেন
পেমেন্ট মেথড = আপনি কাজ করলেন ইনকাম করলেন কিন্তু টাকা আনলেন না বা আন্তে পারলেন না তাইলে কেমন হবে তাই পেমেন নিতে পেমেন্ট মেথড লাগবে পেমেন্ট মেথড হিসেবে পেপাল বা পায়োনিওর বেবহার করতে পারেন
ট্র্যাকার = ট্র্যাকার যারা অ্যাডভান্স মার্কেটের আছেন তাদের জন্য নতুন দের এটা দরকার নেই ট্র্যাকার মূলত ভিসিটর দের ট্র্যাক করতে বেবহার হয়
ট্রাফিক = ট্রাফিক বা ভিসিটর অনলাইন মার্কেটিং এ ভিসিটর কে ট্রাফিক বলে .
সিপিএ মার্কেটিং করার কৌশল
সিপিএ মার্কেটিং কৌশল বলতে মার্কেটিং মেথড বুঝানো হয়েছে আপনি অনেক ভাবে এ সিপিএ অফার বা ল্যান্ডিং প্রমোট করতে পারেন যেমন সোশ্যাল মিডিয়া, SEO ইমেইল মার্কেটিং, পেইড মার্কেটিং যেমন গুগল ads , ফেইসবুক ads বিং ads আরো অনেক বিভিন্ন সিপিএ মার্কেটিং কৌশল দেখতে বা শিখতে আমার ইউটুব চ্যানেল দেখতে পারেন দেখতে : এখানে ক্লিক করেন
সিপিএ মার্কেটিং থেকে কেমন ইনকাম করা সম্ভব?
এই প্রশ্নের সঠিক কোনো উত্তর কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না. কারণ ইনকাম নির্ভর করে আপনার উপর তবে হ্যা আপনি একটু মনোযোগ দিয়ে আর কাজটা একটু শিখে নিতে পারেন ১০-৫০ USD ডেইলি ইনকাম করতে পারবেন. কিন্তু আপনি যদি কাজ না বুঝে ধার্য না ধরে কাজ বাদ দিয়ে দেন তো আপনার ইনকাম ০. বলে রাখা ভালো আমার দেখা শতকরা ১০০ জন এর ভিতর সিপিএ করে ভালো করতে পারছে বা ইনকাম পর্যন্ত লেগে ছিল ৫ জন মানে সফলতা ৫%. তবে একটু ধর্য দরে কাজ তা শিখে করতে পারলে আপনি ভালো কিছু করতে পারবেন বলে আমার বিশ্বাস|
কোন ব্যক্তি সিপিএ মার্কেটিং শিখতে পারবেন ?
সিপিএ মার্কেটিং করতে আপনার একটু কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান থাকলে ই হবে. তবে আপনার ধর্য থাকতে হবে এবং নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে. আর সফলতা না পাওয়া পর্যন্ত লেগে থাকার মতো মানসিকতা থাকতে হবে. আসলে কারো যদি ইচ্ছা থাকে তাহলে কোনো কিছু ই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না
মোবাইল দিয়ে কি CPA মার্কেটিং করা যাবে?
আসলে আপনি চাইলে কিছু কাজ মোবাইল দিয়ে করতে পারবেন এবং ইনকাম ও করতে পারবেন কিন্তু আপনি যদি আসলে এ কাজ করতে চান বা কাজ তা ভালো মতো শিখতে চান তবে আপনার কম্পিউটার প্রয়োজন. সব কাজ আপনি চাইলে ও ফোন দিয়ে করে মজা পাবেন না বা করতে পারবেন না. তাই CPA মার্কেটিং করতে চাইলে একটা কম্পিউটার আর ভালো ইন্টারনেট কানেকশন নিয়ে এ শুরু করা ভালো হবে
CPA মার্কেটিং শুরু করতে কেমন খরচ করতে হবে ?
এটা নির্ভর করে আপনার উপর আপনি চাইলে বিশাল ওয়েবসাইট নিয়ে ও শুরু করতে পারেন! আবার ফ্রি ব্লগার দিয়ে ও শুরু করতে পারেন তবে সাধারণত একটা ডোমেইন ২-৩ USD আর একটা হোস্টিং ১৫-২৫ USD টোটাল ২০০০ টাকা মতো খরস করে আপনি শুরু করলে ভালো কিছু করা সম্ভব
CPA Marketing কেন শিখব ?
দারুন একটা প্রশ্ন ! সিপিএ মার্কেটিং শিখার অনেক কারণ আছে তার ভিতর আমার কাছে যেটা সব থেকে বেশি ভালো মনে হয় তা হলো সিপিএ মার্কেটিং শিখতে বা শুরু করতে খরচ অনেক কম এবং খুব দ্রুত ইনকাম শুরু করা যায়
CPA মারেকটিং কেন শিখবো না ?
আপনি যদি প্রথম থেকে এ ইনকাম না করে ভালো একটা প্রফেশন তৈরী করতে চান তবে CPA আপনার জন্য না. আপনি যদি অনেক টাকা ইনকাম করতে চান তো CPA আপনার জন্য না
কোন CPA Marketing Website বা CPA নেটওয়ার্ক এ কাজ শুরু করবো ?
আপনি যদি নতুন হন তবে আপনি চাইলে ও ভালো মানের নেটওয়ার্ক এ অ্যাড হতে পারবেন না কারণ তারা একাউন্ট দিতে আপনার কাজ এর অভিজ্ঞতা ও ইনকাম এর প্রমাণ চাইবে ! তবে কোনো কিছুর প্রমান চায় না এমন নেটওয়ার্ক ও আছে যেমন: cpalead.com, cpagrip.com, affmine.com
সিপিএ মার্কেটিং আর এফিলিয়েট মার্কেটিং এর ভিতর কোনো পাথক্য আছে নাকি ?
আসলে CPA এবং এফিলিয়েট এর ভিতর অনেক পাথক্য আছে. যদি ও সিপিএ এবং এফিলিয়েট মার্কেটিং এর মার্কেটিং এর ভিতর কিছু মিল ও আছে. CPA এন্ড affiliate মার্কেটিং এর ভিতর পাথক্য দেখতে এই পোস্ট টি পড়তে পারেন
CPA Marketing in Bangladesh
বাংলাদেশ এ এখন সিপিএ মার্কেটিং খুব জনপ্রিয় অনেকে সিপিএ মার্কেটিং করে খুব ভালো টাকা ইনকাম করছে . আপনি চাইলে সিপিএ মার্কেটিং শুরু করতে পারেন| what is cpa marketing in bangla বা সিপিএ মার্কেটিং কি বাংলায় একটু বোঝানোর চেষ্টা করলাম এর পর ও কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো