ব্লগ পোস্ট

গ্রাফিক্স ডিজাইন কি ও কিভাবে শিখবেন?

Raqib4you

What Is Graphic Design Bangla 2022

তথ্য প্রযুক্তির আধুনিক এই যুগে গ্রাফিক্স ডিজাইন এমন একটি স্কিল যেটি থাকলে বাড়িতে বসেই লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। যারা এই স্কিলটি সম্পর্কে সেভাবে অবগত নন, “গ্রাফিক্স ডিজাইন কি” এ প্রশ্নটি তাদের কাছ থেকে আমরা অনেক পেয়ে থাকি। সত্যি বলতে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার যেমন বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করতে পারেন, একইসাথে চাইলে বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো স্যালারিতে জবও করতে পারেন। 

যেহেতু এখন এই স্কিলের চাহিদা অনেক বেশি এবং অনেকেই এটি শিখতে চান, তাই সবার সুবিধার জন্য আজকের লেখায় থাকছে গ্রাফিক্স ডিজাইন কি, এই পেশায় কাজের সুযোগ ও কিভাবে শেখা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাই পুরো লেখাটি অবশ্যই মন দিয়ে পড়ুন। 

গ্রাফিক্স ডিজাইন কি? 

সহজ ভাষায় গ্রাফিক্স ডিজাইন হলো বিভিন্ন সফটওয়্যার সঠিকভাবে কাজে লাগিয়ে নতুন নতুন কনসেপ্ট ও প্যাটার্নের ডিজাইন ক্রিয়েট করা। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে সফটওয়্যার স্কিল যেমন জরুরি, একইসাথে কিন্তু নিজের কল্পনাশক্তি, বিভিন্ন কালার প্যালেট সম্পর্কে বিস্তারিত ধারণা ও ক্রিয়েটিভিটিও সমানভাবে গুরুত্ব। 

গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ভালোমতো বোঝার জন্য এবার কিছু উদাহরণ দেই। বিভিন্ন বিজনেস কোম্পানির লোগো প্রতিনিয়তই আমাদের চোখে পড়ে তাইনা? আবার যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাকটিভ, তারা নিউজফিড স্ক্রল করতে করতে বিভিন্ন ইভেন্টের পোস্টার দেখেন। কিংবা যারা বিভিন্ন ডিজাইনের টি-শার্ট পরতে ভালোবাসেন, তাদের কালেকশনে থাকে হরেক রকমের টি-শার্ট। এই যে লোগো, ব্যানার কিংবা টি-শার্টে থাকা ডিজাইন – এ সবকিছুই গ্রাফিক্স ডিজাইনের সাহায্যে বানানো হয়৷ আশা করি এবার গ্রাফিক্স ডিজাইন কি সেটি বুঝতে পেরেছেন।

কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবেন
কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবেন

যিনি গ্রাফিক্স ডিজাইন করেন তাকে গ্রাফিক্স ডিজাইনার বলা হয়। একজন গ্রাফিক্স ডিজাইনারকে অবশ্যই ক্রিয়েটিভ মেন্টালিটির মানুষ হতে হয়। কেননা ক্রিয়েটিভিটি ছাড়া কখনোই নতুন নতুন ডিজাইন তৈরি করা যায় না। 

গ্রাফিক্স ডিজাইন করতে কী কী সফটওয়্যার লাগে?

যারা নতুন, তারা গ্রাফিক্স ডিজাইন কি সেটি জানার পর এই ডিজাইনে ব্যবহৃত সফটওয়্যারগুলো সম্পর্কে জানতে চান। সাধারণত একজন গ্রাফিক্স ডিজাইনার অ্যাডোবি  ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইন ডিজাইন ইত্যাদি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন করে থাকেন। যদি আপনি গ্রাফিক্স ডিজাইন ফিল্ডে আসতে চান, তাহলে এ সফটগুলোর মধ্যে অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে পারলে সবচাইতে ভালো, তবে বিগিনারদের জন্য অ্যাডোবি ফটোশপও বেশ ভালোই বলা যায়। 

এই সফটওয়্যারগুলো আপনারা গুগল থেকেই ডাউনলোড করতে পারবেন। তবে এক্ষেত্রে পরামর্শ থাকবে কোনো সাইট থেকে ডাউনলোড করার সময় একটু সতর্ক থাকা, যাতে করে ল্যাপটপ বা পিসিতে ভাইরাসের সংক্রমণ না হয়। 

তবে যারা এসব সফটওয়্যার ইউজ করতে পারেননা, তাদের জন্য ক্যানভা নামের একটি ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে ছোটখাটো ডিজাইনের কাজ করতে পারবেন। তবে যদি প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, তাহলে অবশ্যই ডিজাইনের সফটওয়্যারগুলো ইউজ করা শিখে ফেলতে হবে। 

গ্রাফিক্স ডিজাইনে কাজের কতটুকু সুযোগ রয়েছে?

যারা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে নতুন নতুন জানছেন অথবা এটি শিখতে চাইছেন তাদের সবার একটি কমন প্রশ্ন থাকে, সেটি হলো, “আচ্ছা গ্রাফিক্স ডিজাইনের কাজের কতটুকু সুযোগ রয়েছে?” 

যারা এই ফিল্ডে কাজের সুযোগ নিয়ে সন্দিহান তাদের জন্য বলছি, যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে গ্রাফিক্স ডিজাইন সেক্টরে আসলে কাজের কোনো অভাব হবেনা৷ কেন জানেন? একটু ভেঙেই বলি! 

যারা বিভিন্ন ধরণের প্রতিষ্ঠানের মালিক, তারা সবসময় ট্রাই করেন যেন আকর্ষণীয়ভাবে তার প্রতিষ্ঠানের প্রচারণা চালানো যায়। আবার যারা বিজনেস করেন, তারা নিজের প্রোডাক্টগুলোকে এমনভাবে সবার সামনে প্রেজেন্ট করতে চান, যেন সেগুলো সবাই কেনে৷ 

এখন অনলাইনে হোক অফলাইনে, কোনো কোম্পানি বা পণ্যের মার্কেটিংয়ের কাজটি পারফেক্টলি করার জন্য প্রয়োজন বিভিন্ন গ্রাফিক কন্টেন্ট। যেমনঃ লোগো, ফ্লায়ার, ব্যানার, পোস্টার ইত্যাদি। এগুলো গ্রাফিক্স ডিজাইন করেই বানানো হয়। 

শুধু তাই নয়

যারা অনলাইনে ব্লগিং করেন কিংবা ইউটিউবিং করেন, তাদেরও রেগুলার বেসিসেই ব্লগের জন্য কাস্টমাইজড ইমেজ কিংবা ইউটিউবের জন্য থাম্বনেইল প্রয়োজন হয়। এগুলো গ্রাফিক্স ডিজাইনের সাহায্যেই তৈরি করা হয়। এর পাশাপাশি আরো কিছু কাজ গ্রাফিক্স ডিজাইনের অন্তর্ভুক্ত, যেমনঃ প্রোডাক্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন, বুক কভার ডিজাইন ইত্যাদি। তাই এটি চোখ বন্ধ করে বলা যেতে পারে, গ্রাফিক্স ডিজাইনে কাজের যথেষ্ট সুযোগ রয়েছে৷ 

আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে যথেষ্ট দক্ষ হয়ে থাকেন, তাহলে আপওয়ার্ক, ফাইভার কিংবা ফ্রিল্যান্সার ডটকমের মতো অনলাইনের ফ্রিল্যান্সিং সাইটে কাজ করতে পারেন। এসব সাইটে কাজ করার মূল সুবিধা হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরকে সার্ভিস দেওয়া হয় বলে এখান থেকে বেশ ভালো অংকের টাকা আয় করার সুযোগ থাকে। এসব সাইটে একজন গ্রাফিক্স ডিজাইনার একেকটি ডিজাইনের জন্য সর্বনিম্ন ৫ ডলার থেকে শুরু করে হাজার হাজার ডলার পর্যন্ত আয় করে থাকেন। তবে একই সাথে এটিও জেনে রাখা ভালো, এই সাইটগুলোতে গ্রাফিক্স ডিজাইনারের সংখ্যা অনেক বেশি থাকায় এগুলোতে প্রতিযোগিতাও তুলনামূলকভাবে কিছুটা বেশি। তাই যথেষ্ট স্কিলড হয়ে তবেই এখানে কাজ করতে আসতে হবে। 

ফ্রিল্যান্সিং সাইটের পাশাপাশি বর্তমানে বাংলাদেশেও বিভিন্ন অফিসে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য কাজের সুযোগ রয়েছে। বিশেষ করে বড় বড় ব্র্যান্ড, অ্যাডভারটাইজিং এজেন্সি, নিউজপেপার ইত্যাদি প্রতিষ্ঠানে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার প্রতিমাসে বেশ ভালো অংকের টাকা উপার্জন করতে পারেন। 

তবে অনেকেই রয়েছেন যারা ফ্রিল্যান্সিং সাইটেও কাজ করেন না আবার অফিসেও জব করেন না। তারা নিজের গ্রাফিক্স ডিজাইন স্কিলকে কাজে লাগিয়ে নিজের ডিজাইন এজেন্সি বিল্ড আপ করেন এবং পরবর্তীতে সেই এজেন্সির মাধ্যমেই সরাসরি ক্লায়েন্টদের সাথে কাজ করেন। 

আবার যারা গ্রাফিক্স ডিজাইনে অত্যন্ত দক্ষ এবং অন্যদের শেখাতে ভালোবাসেন, তারা অনেক সময় যারা এটি শিখতে আগ্রহী তাদেরকে মেন্টরিংও করে থাকেন। এক্ষেত্রে তারা হয়তো কোনো অনলাইন গ্রাফিক্স ডিজাইন কোর্স লঞ্চ করেন, অথবা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরিও শিখিয়ে থাকেন। এভাবেও গ্রাফিক্স ডিজাইন সেক্টর থেকে উপার্জন করা যায়। সুতরাং বুঝতেই পারছেন, গ্রাফিক্স ডিজাইন স্কিল থাকলে আপনারা বিভিন্নভাবে আয় করতে পারবেন৷ 

কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবেন?

এবার আসি গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখতে পারবেন সে সম্পর্কে। আপনারা চাইলে যেমন বিনামূল্যে এটি শিখতে পারেন, তেমনি ভাবে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউট অথবা অনলাইন কোর্সের মাধ্যমেও শিখতে পারেন। 

শুরুতেই বিনামূল্যে শেখার উপায়টি বলে দেই। বর্তমানে আপনারা ইউটিউবে গ্রাফিক্স ডিজাইনের অনেক ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন। ধরুন আপনি লোগো ডিজাইন শিখতে চান। তাহলে ইউটিউবে সার্চ করুন How to design a logo on adobe illustrator? তাহলেই দেখতে পাবেন ইংরেজি ও বাংলা ভাষায় বিভিন্ন লোগো ডিজাইন টিউটোরিয়াল চলে এসেছে৷ চাইলে এই টিউটোরিয়াল গুলো দেখতে পারেন। ইউটিউব থেকে আপনি কতটুকু শিখতে পারবেন সেটি পুরোপুরি আপনার ওপর নির্ভর করে। তবে ইউটিউব থেকে একটি বেসিক আইডিয়া অবশ্যই পাবেন, এ ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি৷ 

এর পাশাপাশি যদি আপনারা মনে করেন কোনো ইনস্টিটিউট থেকে বা অনলাইন কোর্সের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন শিখবেন তাহলে সেটিও করতে পারেন। যদি কোনো ইনস্টিটিউটের মাধ্যমে হাতে কলমে শিখতে চান, তাহলে অবশ্যই ভালোমতো যাচাই-বাছাই করে নিন। কারণ এখন এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা আপনাকে গ্রাফিক্স ডিজাইন শেখানোর নাম করে টাকা নেবে ঠিকই, কিন্তু ডিজাইনের কিছুই শেখাবে না। তাই অবশ্যই সতর্ক থাকতে হবে। অনলাইন কোর্সের ক্ষেত্রেও একইভাবে সতর্ক থাকুন৷ 

গ্রাফিক্স ডিজাইন নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

গ্রাফিক্স ডিজাইন কি?

সহজ ভাষায় গ্রাফিক্স ডিজাইন হলো বিভিন্ন সফটওয়্যার সঠিকভাবে কাজে লাগিয়ে নতুন নতুন কনসেপ্ট ও প্যাটার্নের ডিজাইন ক্রিয়েট করা. কাল্পনিক বা বাস্তব কোনো কিছু কে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা.

গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখব?

অনেক ভাবে এ চাইলে কেউ গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন যেমন কোনো টিচার এর থেকে সরাসরি বা অনলাইন এ লাইভ ক্লাস এর মাধ্যমে বা ইউটুব দেখে বা ভিডিও টিউটোরিয়াল বা বই পরে ও শিখতে পারে

গ্রাফিক্স ডিজাইন শিখতে কি কি লাগে?

শিখতে আপনার ডিজাইন করার মতো একটা ডিভাইস লাগবে যেমন কম্পিউটার বা ট্যাব আজকাল মোবাইল দিয়ে ও কাজ করা যায়! আর প্রকার ধার্য আর শেখার মানসিকতা.

গ্রাফিক্স ডিজাইন শিখে কি করা যায়?

আপনি নিজের কাজে লাগাতে পারেন. চাইলে অনেক চাকরি আছে করতে পারেন আবার ফ্রিল্যান্সিং করতে পারেন আবার ভিডিও তৈরী করতে পারেন আরো অনেক অনেক কাজ আপনি খুব সহজে এ করতে পারবেন

গ্রাফিক্স ডিজাইন কত প্রকার ও কি কি?

নির্দিষ্ট প্রকারভেদ করা কঠিন তবে তার ভিতর উল্লেখযোগ্য হলো: ফটোগ্রাফ, লাইন আর্ট, ড্রয়িং, গ্রাফ, ডায়াগ্রাম, সংখ্যা, টাইপোগ্রাফি,প্রতিক, জ্যামিতি। ম্যাপ, জ্যামিতিক নকশা, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অথবা অন্যান্য ছবি সংশ্লিষ্ট বিষয়কে গ্রাফিক্সের উৎকৃষ্ট উদাহরণ বলা যায় ।

শেষ কথা

যারা “গ্রাফিক্স ডিজাইন কি?”এ প্রশ্নটির উত্তর খুঁজতে এই আর্টিকেলটি পড়তে শুরু করেছিলেন, তারা নিশ্চয়ই এখন এটি শেখার জন্য বেশ উৎসাহ বোধ করছেন, তাইনা? যারা নতুন নতুন গ্রাফিক্স ডিজাইন করতে শুরু করেছেন তাদের জন্য পরামর্শ থাকবে সব ডিজাইনের সেক্টরে যেমনঃ লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন ইত্যাদিতে একসাথে কাজ করতে শুরু না করে আগে বোঝার চেষ্টা করুন গ্রাফিক্স ডিজাইনের কোন সেক্টরটিতে কাজ করতে আপনার সবচাইতে বেশি ভালো লাগে। এরপর সেই সেক্টরটিতেই ভালোমতো নিজের স্কিল ডেভেলপ করুন। যেমনঃ আপনার যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে ভালো লাগে, তাহলে সেটি নিয়ে এগিয়ে যান। 

সব সময় মনে রাখবেন, যদি গ্রাফিক্স ডিজাইন ফিল্ডে সাকসেসফুল হতে চান তাহলে সব সময় নিজের স্কিল যতটুকু সম্ভব আপডেটেড রাখতে হবে এবং রেগুলারলি ডিজাইন প্র‍্যাকটিস করতে হবে।  তাহলে দেখতে পাবেন দ্রুতই আপনি একজন দক্ষ ও সাকসেসফুল গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন।

 

About

Raqibul Mia

Pure Digital Marketing Specialist with more than 6 years of working experience. SEO | SMM | PPC | Email Marketing | Affiliate Marketing | Sales, for both Simplified and advanced Work