SEO Expert In Bangladesh | Raqibul Mia

How to Create Affmine Account | একাউন্ট কিভাবে করবো

Affmine এ কেন একাউন্ট করবেন

আপনি যদি cpa marketing শুরু করতে চান. তবে আপনার একটা CPA Network এ একাউন্ট করতে হবে. কিন্তু আপনি যখন নতুন তখন অনেক নেটওয়ার্ক ই আপনাকে একাউন্ট দেবে না. আবার বাংলাদেশ থেকে অনেক নেটওয়ার্ক একাউন্ট দেয় না. আবার যে নেটওয়ার্ক গুলা একাউন্ট দেয় তাদের অনেক সমস্যা.

আর এই সমস্যা গুলোর এই মুহূর্তে সবথেকে ভালো সমাধান হল Affmine একাউন্ট. Affmine এ আছে অনেক হাই কোনভার্টিং অফার. আবার আপনি যদি আমার দেখানো মতো একাউন্ট করেন. তবে একাউন্ট পাবেন ইনশা আল্লাহ. এবং এটা বাংলাদেশ থেকে ও একাউন্ট দেয়.

[su_highlight]এই পোস্ট টি দেখতে পারেন :[/su_highlight] Best cpa marketing site for bangladesh

একাউন্ট করতে যা যা লাগবে

একাউন্ট করতে আপনার একটা ইমেইল একাউন্ট লাগবে. আপনার ভোটার আইডি তে যেভাবে আপনার এড্রেস আছে. ওই ভাবে আপনার এড্রেস একটা নোটপ্যাড এ লেখে নিবেন. কাৰণ পরবর্তীতে আপনার এড্রেস ভেরিফাই করা লাগতে পারে.

একাউন্ট করার ধাপ গুলা

১. একাউন্ট করতে হলে আপনাকে প্রথমে এ এই লিংক এ ক্লিক করতে হবে. [su_highlight]একাউন্ট কররতে :[/su_highlight] এইখানে ক্লিক করুন.

How to Get Affmine Account
How to Get Affmine Account

২.তারপর Sign UP বাটন এ ক্লিক করেন

How to Sign Up for Affmine Account
How to Sign Up for Affmine Account

৩. এখন আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে. প্রথম সেকশন এ আপনার পার্সোনাল ইনফরমেশন. এবং তারপর আপনার ট্রাফিক এবং কি নিয়ে কাজ করতে চান. এবং সব শেষ আপনি কিভাবে affmine এর কথা জানলেন. বা আপনাকে কে Affmine এ ইনভাইট করছে তার নাম দিতে হবে.

আপনার বেক্তিগত তথ্য আপনার নাম আপনার ভোটার আইডি তে যেভাবে আছে ঐভাবে দিবেন. আপনার একটা মেইল এড্রেস দিবেন. সিটি দিবেন আপনার যে সিটি ঐটার নাম দিবেন. তারপর আপনার state বা বিভাগ এর নাম দিতে হবে যেমন ঢাকা, খুলনা, রাজশাহী অথবা আপনার যেটা ঠিক ঐটা এ দিবেন. জিপ কোড দিতে হবে তারপর. অনেকে জিপ কোড কি জানেন না বা বুঝেন না তাদের জন্য. জিপ কোড হলো আপনার পোস্ট অফিস কোড. জিপ কোড পাওয়ার জন্য google এ আপনার “পোস্ট + ZIP কোড” লিখে সার্চ দেন পেয়ে যাবেন. তারপর আপনার দেশ এর নাম দিবেন. তারপর আপনার skype একাউন্ট দিবেন. SKYPE না থাকলে আপনার ইমেইল এড্রেস টি দিয়ে দেন. তারপর আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দেন.

ট্রাফিক ইনফরমেশন এ যা দিতে হবে : এর পর আপনাকে আপনি কি নিশ নিয়ে কাজ করবেন. বা কোন ধরনের অফার নিয়ে কাজ করবেন. এই ইনফরমেশন দিতে হবে. আপনি এইখানে গিফট কার্ড, কনটেন্ট লকিং এই ধরণের নিশ এর নাম দিতে পারেন. ভিডিও টি দেখতে পারেন তাহলে আছে করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে.

[su_youtube_advanced url=”https://www.youtube.com/watch?v=3-40hPGMzEk&ab_channel=Raqib4you” controls=”no” autohide=”yes” loop=”yes”]

তারপর আপনি কিভাবে তাদের অফার বা ল্যান্ডিং প্রমোট করবেন. তার বিস্তারিত দিতে হবে. আপনি যেভাবে প্রমোট করবেন ওই ইনফরমেশন গুলা দিতে পারেন. যেমন ” I will Promote via Social media like Facebook, Titoki, YouTube, Twitter, Instagram and also I have some secrets legit traffic source. Please approve my account currently I am working with Cpabuild. And I have more then 7 yeas experience.” এই ধরণের কিছু ইনফমেশন দিতে পারেন.

তবে সবাই আমার টা কপি করবেন না. প্রয়োজনে একটু চেঞ্জ করে দেন.
তারপর আপনাকে যে Affmine সম্পর্কে বলছে. বা যে আপনাকে ইনভাইট করছে তার নাম লিখতে হবে. এইখানে আপনি আমার নাম লিখে দেবেন ” Raqibul Mia তারপর নেক্সট বাটন এ ক্লিক করবেন. নেক্সট বাটন এ ক্লিক করলে আপনার মেইল এ একটা কনফার্মেশন লিংক যাবে. আপনাকে মেইল চেক করে একাউন্ট কন্ফার্ম করতে হবে, শুধু যে লিংক মেইল এ গেছে ওই লিংক এ ক্লিক করলে ই হয়ে যাবে. সব কিছু হয়ে গেলে আপনি আমার skype এ বা ফেইসবুক এ আপনার যে মেইল দিয়ে একাউন্ট করছেন ঐটা দিয়ে রাখবেন.

[su_highlight]সিপিএ মার্কেটিং কি :[/su_highlight] what is cpa marketing in bangla

আমার Skype বা Facebook পেতে ভিডিও ডেসক্রিপশন চেক করেন. অথবা আমার ওয়েবসাইট এর কন্টাক্ট অপশপন এ চেক করতে পারেন.