ব্লগ পোস্ট

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো 2024 | ফ্রিল্যান্সিং শিখুন

Raqib4you

No Comments

আপনি হয়তো জানেন ফ্রিল্যান্সিং করে অনেকে অনেক টাকা ইনকাম করতেছে. আপনি ও ফ্রিল্যান্সিং শেখার চেষ্টা করতেছেন. তাহলে এই পোস্ট আপনার জন্য. আমি আজ ফ্রিল্যান্সিং শেখার প্রয়োজনীয় রিসোর্সে শেয়ার করতে যাচ্ছি. যা আপনাকে ফ্রিল্যান্সিং শেখার জন্য অনেক সাহায্য করবে. আপনার প্রশ্ন  ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এর সমাধান হবে

আপনি হয়তো জানেন ফ্রিল্যান্সিং কি? যদি না জানেন তাহলে আমার এই পোস্ট টি পড়তে পারেন: ফ্রিল্যান্সিং কি. এইখানে আমি জাস্ট বেসিক টা বলতেছি. ফ্রিল্যান্সিং হলো আপনি যে কারো কাজ করে দেবেন তার বিনিময়ে টাকা পাবেন. এইটা যে কোনো কাজ হতে পারে.

ফ্রিল্যান্সিং শেখার আগে যা করতে হবে

ফ্রিল্যান্সিং শেখার আগে আপনাকে কোন বিষয় এর উপর ফ্রিল্যান্সিং করবেন. তা আগে নির্ধারণ করতে হবে. এখন প্রশ্ন হলো আপনি কিসের ভিত্তিতে ফ্রিল্যান্সিং এর টপিক নির্বাচন করবেন. আমি কিছু বিষয় এইখানে বলতেছি. যা হয়তো আপাকে টপিক নির্বাচন এ সাহায্য করবে. টপিক নির্বাচন এর আগে আপনাকে বুঝতে হবে আপনি কি ফুল টাইম ফ্রিল্যান্সিং করবেন. নাকি পার্ট টাইম করবেন.

ফুল টাইম ফ্রিল্যান্সিং করলে

আপনি যদি ফ্রিল্যান্সিং কে আপনার প্রফেশন হিসেবে নিতে চান. বা ভবিষ্যত এ এই টপিক এ চাকরি বা ব্যবসা করতে চান. তবে আপনাকে এমন টপিক নির্বাচন করতে হবে যার ভবিষ্যত চাহিদা থাকবে. এমন কিছু টপিক হলো. ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট. ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং এরকম অনেক টপিক আছে. আপনি একটু সময় দিলে ই জানতে পারবেন.

 সিপিএ মার্কেটিং কি :  what is cpa marketing

পার্ট টাইম ফ্রিল্যান্সিং করলে

অনেকে ই আছেন যারা কাজের পাশাপাশি. বা পড়ালেখার পাশাপাশি বা সময় কাটানোর জন্য ফ্রিল্যান্সিং করতে চান. বা এমন কিছু করতে চান যে তেমন কাজ শিখে দ্রুত কিছু টাকা ইনকাম. আপনারা চাইলে উপরের যেকোনো একটা শিখতে পারেন. খুব বেশি না শিখে বেসিক সার্ভিস গুলা দিতে পারেন বা ডাটা এন্ট্রি, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, প্রোডাক্ট আপলোড. বেসিক ব্যাকলিংক, আরো অনেক আছে যা শিখতে পারেন

আর একটা বিষয় এমন একটা টপিক নির্বাচন করবেন. যে কাজ করতে আপনার ভালো লাগে. এমন কাজ যে কাজ আপনার টাকা ইনকাম না হলে ও করতে ইচ্ছা করে

How to learn ফ্রিল্যান্সিং

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো

টপিক নির্বাচন করা হয়ে গেলে. আপনি এখন ওই টপিক এর উপর একটু রিসার্চ করেন. আপনি গুগল এ ওই টপিক দিয়ে সার্চ করতে পারেন. আমি কিছু ওয়ে বলতেছি যেখান থেকে আপনি খুব সহজে শিখতে পারবেন

YouTube থেকে শিখতে পারেন

বর্তমান সময়ে কোনো কিছু শেখার সব থেকে সহজ রাস্তা হলো YouTube আপনি যেকোনো কিছু Youtube থেকে শিখতে পারেন. তবে হ্যাঁ YouTube থেকে শিখতে হলে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে. প্রথমত এমন একজন কে বা এমন একটা চ্যানেল খুঁজে বের করতে হবে. যেই চ্যানেল আপনার টপিক এ এক্সপার্ট. YouTube এ আপনি যে টপিক এ শিখতে চান সেটা লিখে সার্চ করেন দেখবেন প্রচুর ভিডিও পাবেন. ইংলিশ চ্যানেল গুলা থেকে আপনি অনেক ভালো ইনফরমেশন পাবেন.

Facebook থেকে শিখতে পারেন

কোনো কিছু শেখার জন্য গুরুত্বপূর্ণ একটা প্লাটফর্ম হলো ফেইসবুক. Facebook এ আপনি অনেক ভাবে শিখতে পারেন. আপনি যদি আপনার টপিক লিখে সার্চ দেন. তাহলে অনেক ফেইসবুক গ্রুপ পাবেন. যেখান অ্যাড হয়ে আপনি অনেক কিছু শিখতে পারেন. তবে গ্রুপ থেকে শিখতে হলে গ্রুপ এর মেম্বার সংখ্যা না দেখে. গ্রুপ মেম্বার দেড় এক্টিভিটি দেখে জয়েন হতে হবে. অনেক গ্রুপ আছে যেখানে মেম্বার কম কিন্তু খুব ভালো মতো শিখায়. আপনি আপনার প্রশ্ন গুলা সুন্দর করে লিখে গ্রুপ এ পোস্ট করলে সমাধান পেয়ে যাবেন. আবার আপনার টপিক কোথায় খুব ভালো শেখায় সেই ইনফরমেশন ও আপনি গ্রুপ থেকে পেতে পারেন. অনেক পেজ আছে সেখানে অনেক ভালো শিখায়.

 বিষয়ক আরো পোস্ট পেতে :  ফ্রিল্যান্সিং বাংলা 

লার্নিং প্লাটফর্ম থেকে শিখতে পারেন

এখন অনেক লার্নিং প্লাটফর্ম আছে. যেখান থেকে আপনি অনেক ভালো এক্সপার্ট দের থেকে শিখতে পারবেন. তবে বেশির ভাগ লার্নিং প্লাটফর্ম গুলোর কোর্স পেইড. তবে আপনি বেসিক কোর্স গুলা ফ্রি তে ই যাবেন. আপনি যদি ইংলিশ ভালো বুঝতে পারেন তবে Udemy থেকে শিখতে পারেন. অথবা বাংলাদেশ এ ও অনেক লার্নিং প্লাটফর্ম আছে. যেখান থেকে আপনি শিখতে পারেন

ফোরাম থেকে শিখতে পারেন

অনলাইন এ প্রত্যেক তা বিষয় এর উপর প্রচুর পরিমান ফোরাম আছে. আপনি চাইলে ফোরাম থেকে অনেক এক্সপার্ট দের থেকে শিখতে পারেন. ফোরাম খুঁজে বের করতে গুগল এ আপনার টপিক “+ forum ” লিখে. সার্চ করলে আসা করি অনেক ফোরাম পেয়ে যাবেন. তারপর ফোরাম এ একাউন্ট করে আপনি শিখতে পারেন.

মেন্টরশীপ নিয়ে শিখতে পারেন

আপনি যদি একটু সময় নিয়ে. এবং একটু বেশি টাকা খরচ করতে রাজি থাকেন. তবে পার্সোনাল মেন্টরশীপ নিয়ে শিখতে পারেন. এর জন্য আপনাকে একজন এক্সপার্ট কাজে বের করতে হবে. তারপর তাকে ব্যাক্তিগত ভাবে শিখতে বলবেন. অনলাইন এ অনেকে আছে যারা এমন করে মেন্টরশীপ দিয়ে থাকে. তবে অনেকে হয়তো রাজি হবে না. আপনি যদি ভালো মতো আপনার শেখার আগ্রহ বুঝাইতে পারেন. আসা করি অনেকে ই আপনাকে সাহায্য করবে.

 আপনি যদি CPA মার্কেটিং করতে চান : :  best cpa marketing site for bangladesh

মার্কেট প্লেস এ কাজ করা কিভাবে শিখবেন

আপনার কাজ শিক্ষা শেষ হলে. এখন হলো যে কাজ শিখছেন ওই কাজ করে টাকা ইনকাম এর সময়. এখন যে কাজ শিখছেন ওই কাজ করে ইনকাম করতে হলে আপনাকে আগে বায়ার খুঁজে বের করতে হবে. এবং আপনাকে কাজ করে সঠিক ভাবে কাজ বুঝাই দিতে হবে. তার জন্য আপনাকে কিছু বিষয় শিখতে হবে. যেমন
১. কোন মার্কেটপ্লেস গুলাতে একাউন্ট করা উচিত
২. কিভাবে একাউন্ট করতে হয়
৩. কিভাবে বায়ার দের থেকে কাজ পেতে হয়
৪.কিভাবে বায়ার দের কে কাজ বুঝাই দিতে হয়
৫. মার্কেট প্লেস থেকে টাকা কিভাবে তুলতে হয়
এমন আরো অনেক কিছু. আর আপনি যদি আগে থেকে এ কাজ জেনে থাকেন. তবে শুধু এই বিষয় গুলা জেনে ই আপনি কাজ শুরু করে দিতে পারেন. এইগুলা আপনি উপরে যে ওয়ে গুলা বলছি ওই ভাবে ই শিখতে পারবেন. এবং এই বিষয় গুলা নিয়ে শুধু ইউটুবে ই আপনি অনেক ভালো ভালো ভিডিও পাবেন. আপনাকে সার্চ দিতে হবে যে মার্কেট প্লেস এ কাজ করতে চান ঐটার নাম দিয়ে. সাথে বাংলায় শিখতে চাইলে বাংলা লিখে. যেমন Upwork Bangla Tutorial অথবা How to Create account on + Your Marketplace name

আশা করি আপনি আপনার প্রশ্ন ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এর উত্তর পেয়ে গেছেন . আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন. আমি আশা করি আপনার কমেন্ট এর রেপ্লি করে দেব. আর আমার সাথে যোগাযোগ করতে হলে. সাইট এর কন্টাক্ট অপসন এ আমার ডিটেলস পাবেন. আমার এই পোস্ট টি ভালো লাগলে সবার সাথে শেয়ার দিতে পারেন. বিভিন্ন রকম ভিডিও দেখতে আমার YouTube চ্যানেল টি ঘুরে আসতে পারেন.
আমার YouTube চ্যানেল : Click Here

[social_warfare]

 

About

Raqibul Mia

Pure Digital Marketing Specialist with more than 6 years of working experience. SEO | SMM | PPC | Email Marketing | Affiliate Marketing | Sales, for both Simplified and advanced Work

 

 

 

 

Leave a Comment

Item added to cart.
0 items - $0.00